শুভ দেব চাকমা: রাঙ্গামাটি: বুধবার বুদ্ধ পূর্ণিমা। দেশ ও বিদেশের বৌদ্ধধর্মাবলম্বীদের কাছে পবিত্র এই দিনটি নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হচ্ছে। ভগবান বুদ্ধের দুই হাজার ২৫৮৬ তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে বৌদ্ধ মন্দিরগুলি সাজিয়ে তোলা হয়েছে। আয়োজিত হয়েছে বিশেষ পূজা পাঠ, গৌতম বুদ্ধের জীবন ও বাণী নিয়ে আলোচনা সহ নানা ধর্মীয় অনুষ্ঠান।প্রতিবছরের মতো এবারও এই দিনে রাংঙ্গামাটি রাজ বনবিহারে ভিড় করেছেন ভক্তরা। বলা হয়, বৈশাখী পূর্ণিমার এই পুণ্য তিথিতেই বোধি বৃক্ষের নীচে গৌতম বুদ্ধ মোক্ষলাভ করেছিলেন এবং এই দিনেই মহাপরিনির্বাণ লাভ করেছিলেন তিনি। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে রাজ বনবিহারে সন্ধ্যায় ফানুস উৎসব করবেন বহু মানুষ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।