নাটোর, জেলা প্রতিনিধি:
২৫ ফেব্রুয়ারি ২০২৫
নাটোরের সিংড়ায় ফুটবল খেলার সময় গায়ে বল লাগার জেরে পঞ্চম শ্রেণির দুই পঞ্চম মারধরে নাহিদ হোসেন (৯) নামের তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সিংড়া উপজেলার বড়গাঁও এলাকায় এই ঘটনা ঘটে। নিহত নাহিদ হোসেন একই গ্রামের হত দরিদ্র দিনমুজুর হাফিজুল ইসলামের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত দুই শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও বড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে টিফিন বিরতির সময় মাঠে ছাত্ররা ফুটবল খেলছিল। এ সময় পাশে দাঁড়িয়ে থাকা তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী নাহিদ হোসেনের গায়ে ফুটবল লেগে সে আঘাত পায়। এতে রাগ হয়ে নাহিদ বলটি মাঠের বাইরে ছুড়ে মারে। ক্ষিপ্ত হয়ে একই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রাব্বি ও তৌফিক দৌড়ে এসে নাহিদের গলা টিপে ধরে কিল ঘুষি মারতে শুরু করে। এক পর্যায়ে ঘটনাস্থলেই নাহিদের মৃত্যু হয়। এমন তুচ্ছ ঘটনায় শিশু দুই শিক্ষার্থীর হাতে অপর শিক্ষার্থী হত্যার ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। ঘটনার পর থেকে নাহিদের হত দরিদ্র বাবা-মা নির্বাক হয়ে গেছে।
বড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রহিদুল ইসলাম বলেন, বিদ্যালয় চলাকালীন মধ্যাহ্ন বিরতির সময়ে বেলা আড়াইটার দিকে ফুটবল খেলাকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নাহিদ হাসান মারাত্মকভাবে আহত হয়। স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে নাহিদ মারা যায়।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম নবী বলেন, এ ঘটনায় তাৎক্ষনিক সিংড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলী আশরাফের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবারের (২৫ ফেব্রুয়ারি) মধ্যে ঘটনাতদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সিংড়া সার্কেল) সনজয় কুমার সরকার বলেন, অভিযুক্ত একই বিদ্যালয়ের শিক্ষার্থী রাব্বি ও তৌফিককে জিজ্ঞাসাবাদের জন্যে থানায় নেওয়া হয়েছে। নিহত শিক্ষার্থীর মরদেহ ময়নাতদন্তে নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টা নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।