রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫, ৫ মাঘ, ১৪৩১

নিজের মামলা প্রসঙ্গে যা বললেন বাণিজ্য উপদেষ্টা

admin
নভেম্বর ১১, ২০২৪ ৩:২৫ অপরাহ্ণ
Link Copied!

আজকের প্রভাত ডেস্ক
নিজের নামে মামলা প্রসঙ্গে নতুন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, ‘আমি খুব ভালো জানি না, আমাদের লিগ্যাল টিম ব্যাপারটা দেখছে। ওখানে আমার বাবার নামে কিছু সঙ্গতি আছে, কিছু অসঙ্গতি আছে। এটা আসলে আমি কিনা সেটা নিশ্চিত জানি না। নিশ্চিত হলে এটা লিগ্যালি ফেস করবো।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, যারা আন্দোলন করেছে তাদের আবেগের সঙ্গে আমার কোনো দ্বিমত নেই। আবেগ সঠিক।’
নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে গতকাল রোববার শেখ বশির উদ্দিনসহ আরও তিনজন উপদেষ্টা যুক্ত হন।
প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের কাছে শপথ নেওয়ার একদিন পর আজ সোমবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রথমবারের মতো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন তিনি। পরে তিনি সংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

 

দৈনিক আজকের প্রভাত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।