আজকের প্রভাত ডেস্ক:
মাত্র ১ মাস আগেই এশিয়ার আরেক দেশ শ্রীলঙ্কায় গিয়ে হোয়াইটওয়াশ হয়েছিল নিউজিল্যান্ড ক্রিকেট দল। লঙ্কানদের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর তাদের আসতে হয় ক্রিকেটের সবচেয়ে বড় পরাশক্তি ভারতে। তাই ভারতের বিপক্ষে কিউইদের কোন আশাই দেখছিল না কেউ। তবে এই কিউইরাই ভারতের মাটিতে ভারতকে হোয়াইটওয়াশ করে নতুন ইতিহাস সৃষ্টি করল।
রোববার (৩ নভেম্বর) নিউজিল্যান্ড দল ভারতের বিপক্ষে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এক অবিস্মরণীয় টেস্ট সিরিজ জয় তুলে নিয়েছে। নিউজিল্যান্ড তিন ম্যাচের এই টেস্ট সিরিজে ভারতকে ৩-০ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো ভারতের মাটিতে ভারতকে হোয়াইটওয়াশ করেছে। এই সিরিজ জয়ে কিউই স্পিনার আজাজ প্যাটেল অসাধারণ ভূমিকা পালন করেছেন। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ছয়টি উইকেট শিকার করে ভারতীয় ব্যাটিং লাইনআপকে সম্পূর্ণরূপে ধ্বংস করেন তিনি।
শেষ ইনিংসে ১৪৬ রানের টার্গেটে তাড়া করতে নেমে ভারতের টপ অর্ডার ব্যাটাররা দ্রুত সাজঘরে ফিরে যান। রোহিত শর্মা যেখানে একটি ভুল শট খেলে আউট হন, শুভমান গিল স্ট্যাম্প ছেড়ে খেলে ফিরেন এবং বিরাট কোহলি ক্যাচ আউট হন। ভারতীয় ইনিংসটি কার্যত ধসে পড়ে যখন মাত্র ২৯ রানেই পাঁচ উইকেট হারিয়ে ফেলে তারা।
তবে ভারতের উইকেটকিপার ব্যাটার ঋষাভ পান্ত তার আক্রমণাত্মক ব্যাটিং দিয়ে কিছুটা আশা জাগিয়েছিলেন। তিনি দ্বিতীয় ইনিংসে একটি জড়ো ফিফটি করেন। কিন্তু আজাজ প্যাটেলের সফল রিভিউর মাধ্যমে পন্ত আউট হলে ভারতের জয়ের আশা শেষ হয়ে যায়।
শেষ দিকে ওয়াশিংটন সুন্দর ও রবীচন্দ্রন অশ্বিন থাকলেও কিউই ঘূর্ণির কাছে তাদেরও অসহায় আত্মসমর্পণ করতে হয়।
এই জয়ে নিউজিল্যান্ড দল তাদের টেস্ট ক্রিকেট ইতিহাসে একটি নতুন অধ্যায় রচনা করল আর ভারত লজ্জার এক সিরিজ শেষ করল।