শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ, ১৪৩১
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনের জন্য প্রস্তুত কমিশন: সিইসি

editor
নভেম্বর ২৯, ২০১৭ ৫:০৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: আগাম নির্বাচনের প্রস্তুতির কথা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)কেএম নূরুল হুদা বলেছেন, সরকার চাইলে নির্ধারিত সময়ের আগে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন (ইসি) প্রস্তুত রয়েছে।
বুধবার (২৯ নভেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ কথা বলেন।
বিএনপি বিভিন্ন সময়ে আগাম নির্বাচনের দাবি তুলেছে। দলটির পক্ষে তাদের নেতাকর্মীরাও আগাম নির্বাচনে তাদের প্রস্তুতির কথা বলেছে। সেক্ষেত্রে সরকার যদি চায় তাহলে নির্বাচন কমিশন আগাম নির্বাচনের জন্য কতটুকু প্রস্তত জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘সেটা করা যাবে। নির্বাচনের জন্য তো ৯০ দিন সময় থাকে। আগাম নির্বাচনের বিষয়টি তো সরকারের ওপর নির্ভর করে। তারা যদি আগাম নির্বাচনের জন্য বলে, তখন আমরা পারবো। ৯০ দিনের সময় আছে। আমাদের ব্যালট বক্স, যা কিছু দরকার আছে। শুধু পেপার ওয়ার্কগুলো লাগবে।’
প্রবাসীদের ভোটাধিকারের বিষয়ে সিইসি বলেন, ‘পোস্টাল ব্যালটে খুব একটা সাড়া পাওয়া যায় না। তাই আমি বলেছি যে, ৩০০ আসনের নির্বাচনের জন্য আমাদের লোকজনের বিদেশে বাক্স নিয়ে যাওয়া সম্ভব না। তবে নিয়মটি এখনও বলবৎ আছে। যদি ইভিএম চালু হয়, তখন হয়তো এটা করা হবে।’
তিনি বলেন, ‘এই (একাদশ) জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে কিনা ইউরোপীয় প্রতিনিধিরা তা আমাদের কাছে জানতে চেয়েছিল। আমি বলেছি যে, এটা সম্ভব না। আমরা প্রস্তুত না। কিছু রাজনৈতিক দল এটির বিরোধিতা করেছে, সে জন্য আমরা এ নিয়ে কোনও বিতর্কে যাবো না।’
নির্বাচনের ব্যাপারে ইউরোপীয় ইউনিয়ন সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে বলে সিইসি জানান।
সুষ্ঠু নির্বাচনের বিষয়ে তিনি বলেন, ‘আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ এবং সুষ্ঠু নির্বাচনের বিষয়ে আমাদের কোনও আপস নেই।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনের আগে আমরা বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানাবো। নির্বাচনের যে পরিবেশ রয়েছে ইইউ প্রতিনিধিরা তা নিয়ে সন্তুষ্ট। একটি ভালো নির্বাচনের জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ, এ কথা তাদের জানিয়েছি।’
ঢাকায় ইইউ’র নবনিযুক্ত রাষ্ট্রদূত রেনসে টিরিংক সাংবাদিকদের বলেন, ‘বর্তমান রাজনৈতিক পরিবেশ নিয়ে আমরা সন্তুষ্ট। আশা করি, একটি ভালো নির্বাচনের জন্য কমিশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
তিনি বলেন, ‘সুষ্ঠু এবং সবার অংশগ্রহণমূলক নির্বাচন আমরা চাই। আজকের (বুধবারের) বৈঠকে সিইসিকে আমরা এটি জানিয়েছি।’

Please follow and like us:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Social media & sharing icons powered by UltimatelySocial