আজকের প্রভাত ডেস্ক
ন্যূনতম সংস্কার ছাড়া নির্বাচন করলে জনগণ কখনই বৈষম্য ও নিপীড়ন মুক্ত হবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। শনিবার চাঁদপুরের হাজীগঞ্জে এক পথসভায় তিনি এ মন্তব্য করেন।
মাহফুজ আলম বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনা যে ব্যবস্থার ওপর দাঁড়িয়ে প্রতিষ্ঠানগুলোকে কবজা করে মানুষের ওপর গণহত্যা, নির্বিচার, নিপীড়ন, লুটপাট, খুন গুম ও ধর্ষণ করেছে সেই সকল প্রতিষ্ঠান নূন্যতম সংস্কার ব্যতীত যদি আমরা নির্বাচন করি, তাহলে এই প্রতিষ্ঠানগুলো থেকে যাবে। আর এই কারণে জনগণ কখনই বৈষম্য ও নিপীড়ন মুক্ত হবে না।’
সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে খুব শিগগিরই রাজনৈতিক দল ও সকল অংশীজনদের সঙ্গে আলোচনার ভিত্তিতে নূন্যতম সংস্কার করে গণতান্ত্রিকভাবে ক্ষমতার পটপরিবর্তনে নির্বাচনের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।
সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা তার সরকারের অঙ্গীকার উল্লেখ করে তিনি আরও বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে দুই হাজারের বেশি ছাত্র-জনতার শাহদতের বিনিময়ে আমরা সরকার গঠন করেছি। খুনিদের বিচার এবং ফ্যাসিস্ট হাসিনা যে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে গেছেন, সেই প্রতিষ্ঠানগুলোর সংস্কার এবং একটি গণতান্ত্রিক পটপরিবর্তনের জন্য সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা আমাদের সরকারের অঙ্গীকার।’
তিনি বলেন, ‘আমরা মনে করি বাংলাদেশের জনগণ গত ১৬ বছরের কাছাকাছি সময় হাসিনার দীর্ঘ স্বৈরাচারী এবং ফ্যাসিস্ট আমলে নিপীড়িত হয়েছে, বাচ্চাদের গুম করা হয়েছে, মা-বোনদের ধর্ষণ করা হয়েছে, ছাত্র-জনতাকে খুন করা হয়েছে, হাজার হাজার মানুষকে পঙ্গু করে ফেলা হয়েছে। আমরা সকল রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, শ্রমিক সংগঠন, নারী সংগঠন ও আলেম-ওলামা সবাই মিলে এই ফ্যাসিস্ট হাসিনাকে উৎখাত করেছি।’