আজকের প্রভাত ডেস্ক:
কুষ্টিয়ার কুমারখালীতে পদ্মা নদীতে পুলিশের ওপর হামলা চালিয়েছে দুষ্কৃতকারীরা। এ ঘটনায় পুলিশের দুই সদস্য নিখোঁজ রয়েছেন। রোববার দিবাগত রাতে উপজেলার কয়া ইউনিয়নের পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।
কুমারখালী থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, ‘চর সাদিপুরে আসামি ধরতে পুলিশের ছয় সদস্যের একটি টিম নৌকায় করে পদ্মা নদী পার হচ্ছিলো। এ সময় তিন থেকে চারটা নৌকায় করে কিছু লোক এসে তাদের ওপর হামলা করে এবং নৌকা ডুবিয়ে দেয়। ৪ জন পুলিশ সাঁতরিয়ে তীরে উঠে আসেন। বাকি দুই সদস্য নিখোঁজ রয়েছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।