রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ২ চৈত্র, ১৪৩১
আজকের সর্বশেষ সবখবর

প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে আহতদের অবস্থান

admin
ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ৪:২৫ অপরাহ্ণ
Link Copied!

আজকের প্রভাত ডেস্ক
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন জুলাই আন্দোলনে আহতরা। বুধবার দুপুরে তারা মিছিল নিয়ে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনের সড়কে বসে পড়েন।
তারা বলেন, ‘আমাদের দাবি দুটো। এ ক্যাটাগারি ও বি ক্যাটাগরি। এই বাইরে কোনো কথা নেই। আমরা চাই-সকল আহত যোদ্ধা সমানভাবে সুযোগ-সুবিধা পাক। যাদের অঙ্গহানি হয়েছে, একটা পা ও চোখ চলে গেছে তারা আজীবন কর্মসংস্থানে ফিরতে পারবে না। তারা এ ক্যাটাগরিতে আসুক। যারা বর্তমানে চিকিৎসাধীন আছে, সামনে চিকিৎসায় সুস্থ হবেন এবং বর্তমানে সুস্থ আছেন তাদের বি ক্যাটাগরিতে আনা হোক।’
উল্লেখ্য, এর আগে জুলাই অভ্যুত্থানে নিহত ও আহত ব্যক্তিদের বিভিন্ন সুযোগ-সুবিধা দেয়ার ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার। ওই ঘোষণায় আহতদের জন্য তিনটি ক্যাটাগরি এ, বি ও সি করে বিভিন্ন সুযোগ-সুবিধা দেয়ার কথা বলা হয়।
প্রথম ক্যাটাগরিতে গুরুতর আহত ব্যক্তিদের এককালীন ৫ লাখ টাকা এবং প্রতি মাসে ২০ হাজার টাকা করে ভাতা দেয়ার কথা বলা হয়। দ্বিতীয় ক্যাটাগরিতে যাদের এক অঙ্গহানি হয়েছে তাদের এককালীন ৩ লাখ টাকা এবং মাসে ১৫ হাজার টাকা করে ভাতা দেয়ার কথা।
অন্যদিকে সামান্য আহত হয়ে চিকিৎসা নিয়েছেন, ভালো হয়ে গেছেন তাদেরকে তৃতীয় ক্যাটাগরিতে অগ্রাধিকারভিত্তিতে চাকরি ও পুনর্বাসনের ব্যবস্থার কথা বলা হয়। তবে তারা ভাতা পাবেন না।

দৈনিক আজকের প্রভাত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।