শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, ৩ মাঘ, ১৪৩১

প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব হলেন ফয়েজ

admin
ডিসেম্বর ৫, ২০২৪ ৩:৪৩ অপরাহ্ণ
Link Copied!

আজকের প্রভাত ডেস্ক
প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ পেলেন ইংরেজি দৈনিক নিউ এজ’র বিশেষ প্রতিনিধি ফয়েজ আহম্মদ। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ফয়েজ আহম্মদকে যোগদানের তারিখ থেকে প্রধান উপদেষ্টার মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে ৫ম গ্রেডভুক্ত স্কেলের সর্বোচ্চ ধাপ ৬৯ হাজার ৮৫০ টাকা (নির্ধারিত) বেতনে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিবের শূন্য পদের বিপরীতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইংয়ে ‘সিনিয়র সহকারী প্রেস সচিব’ পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
রাজধানীর বেসরকারি স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জনের পর সাংবাদিকতা পেশায় সক্রিয় হন ফয়েজ আহম্মদ। তিনি আহম্মদ ফয়েজ নামেও পরিচিত। দুর্নীতি বিষয়ক সাংবাদিকদের পেশাজীবী সংগঠন রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশানের নেতৃত্ব দিয়েছেন ফয়েজ।

দৈনিক আজকের প্রভাত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।