ক্রীড়া প্রতিবেদক : ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ পুরুষ ফুটবল দল ১৯২ তে অবস্থান করছে। যেহেতু বাংলাদেশের কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই, সেহেতু র্যাঙ্কিংটা ২০০ ছুঁয়ে ফেললেও অবাক হওয়ার কিছু থাকবে না। মেয়েদের সর্বশেষ ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ নারী ফুটবল দল ৬ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০০তম স্থানে যা বাংলাদেশের নারী ফুটবল ইতিহাসে সর্বোচ্চ র্যাঙ্কিং। পুরুষদের র্যাংকিংয়ে পাকিস্তান ও শ্রীলংকা ছাড়া দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলো বাংলাদেশের উপরে। তবে মেয়েদের র্যাংকিংয়ে বাংলাদেশের সামনে শুধু দুই দেশ ভারত ও নেপাল। ভারতের অবস্থান ৫৭ এবং নেপাল ৯১ নম্বরে। নেপাল ৩ ধাপ আগালেও ১ ধাপ পিছিয়েছে ভারত। মেয়েদের ফুটবলের র্যাংকিংয়ে শীর্ষ ৩ দলের কোনো পরিবর্তন হয়নি। যথারীতি শীর্ষে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় জার্মানি এবং তৃতীয় ইংল্যান্ড। এএফসির সদস্য দেশগুলোর মধ্যে শীর্ষে অস্ট্রেলিয়া, তাদের অবস্থান চারে।