বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ২৫ আশ্বিন, ১৪৩১
আজকের সর্বশেষ সবখবর

ফুটবলে বিশেষ অবদানের জন্য হুজ হু এ্যাওয়ার্ড পেলেন কাজী মোঃ সালাউদ্দিন

editor
ডিসেম্বর ২, ২০১৭ ১১:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

ক্রীড়া প্রতিবেদক : শুক্রবার দ্বিতীয় বারের মত রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে হুজ হু বাংলাদেশ ২০১৭ পদক প্রদান উৎসব অনুষ্ঠিত হয়।
শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, কৃষি, সাংবাদিকতা, কর্পোরেট এবং নারী উদ্যোগতাদের স্ব স্ব ১২ টি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য হুজ হু বাংলাদেশ-২০১৭ পদক প্রদান করা হয়েছে। অর্থ মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এবছরে মনোনীত গুণী জনদের হাতে এ পদক তুলে দেন।
বাংলাদেশ ফুটবল ফেডাশেনের সভাপতি কাজী মোঃ সালাহউদ্দিনকে ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য এই সম্মাননা দেওয়া হয়।
উল্লেখ্য যে, হুজ হু ১৮৪৯ সাল থেকে যুক্তরাজ্য সহ সারা বিশ্বের অনুসরণীয় গুণী জনদের সংক্ষিপ্ত জীবনী প্রকাশ এবং পদক প্রদান করে আসছে।
এখন পর্যন্ত সারা বিশ্বে ৩৩ হাজার গুণী জনের সংক্ষিপ্ত জীবনী প্রকাশ করেছে হুজ হু। বাংলাদেশের গুণী জনরা ২০১৬ সাল থেকে এই আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন।

Please follow and like us:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Social media & sharing icons powered by UltimatelySocial