বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ২৯ মাঘ, ১৪৩১

বন্যার খাস জমির বন্দোবস্ত বাতিল

admin
নভেম্বর ৭, ২০২৪ ৪:৩৭ অপরাহ্ণ
Link Copied!

আজকের প্রভাত ডেস্ক:
রাজধানীর মোহাম্মদপুরে ‘সুরের ধারা’র জন্য সরকারের বরাদ্দ দেয়া খাস জমির বন্দোবস্ত বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার ভূমি মন্ত্রণালয়ের উপসচিব মো. আমিনুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা জারি করা হয়েছে।
এতে বলা হয়, সুরের ধারা’র চেয়ারম্যান ও অধ্যক্ষ রেজওয়ানা চৌধুরী বন্যার অনুকূলে রাজধানীর মোহাম্মদপুর থানার রামচন্দ্রপুর মৌজায় ০.৫১২০ একর জমি সিএস হতে আরএস রেকর্ডে ‘খাল’ শ্রেণি থাকায় বন্দোবস্ত বাতিল করা হলো।
উল্লেখ্য, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে তার ও তার কার্যালয়ের প্রভাব খাটিয়ে রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ-সংলগ্ন রামচন্দ্রপুর খালের জমিকে ভিটি জমি দেখিয়ে ৯৯ বছরের জন্য সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা বরাদ্দ নেন বলে অভিযোগ ওঠে। সেখানে গড়ে তোলা হয় ‘সুরের ধারা’ নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠান।

দৈনিক আজকের প্রভাত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।