আজকের প্রভাত ডেস্ক
বাংলাদেশে সংখ্যালঘু ‘নির্যাতন’ ও ভারতের জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে পশ্চিমবঙ্গে বাংলাদেশের বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার নির্ধারিত অনুষ্ঠান বাতিলের দাবিতে সোচ্চার হয়েছে মধ্যমগ্রাম নাগরিক সমাজ নামের একটি সংগঠন। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণার মধ্যমগ্রামে পরিবেশ মেলার অংশ হিসেবে আগামী ২৮ ডিসেম্বর সাংস্কৃতিক অনুষ্ঠানে বন্যার সঙ্গীত পরিবেশনের কথা রয়েছে। মধ্যমগ্রাম পুরসভা আয়োজিত এই অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয়ে পাকা কথা হয়ে গেছে। কিন্তু বাংলাদেশের উদ্ভুত পরিস্থিতিতে মধ্যমগ্রাম নাগরিক সমাজ তীব্র আপত্তি জানিয়েছে শিল্পীর অনুষ্ঠানের ব্যাপারে। মধ্যমগ্রাম পুরসভার কাছে অনুষ্ঠান বাতিলের আর্জি জানানো হয়েছে। প্রায় আশি হাজার সদস্য বিশিষ্ট নাগরিক সমাজের পক্ষে রূপক দে সংবাদ সংস্থাকে বলেছেন, বাংলাদেশে যা হচ্ছে তার কোনও প্রতিবাদ করেন নি বাংলাদেশের কোনও শিল্পী। ভারতের পতাকার অবমাননার পরও কেউ কিছু বলেন নি। আমরা মনে করি আমাদের কাছে দেশের সম্মান অনেক বড়। তাই আমরা আয়োজকদের কাছে কোনো বাংলাদেশি শিল্পীকে নিয়ে অনুষ্ঠান না করানোর আর্জি জানিয়েছি। এদিকে মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ বলেছেন, আমরা এখনো শিল্পীদের তালিকা চূড়ান্ত করিনি। তবে তিনি বলেন, জাতীয়তার ভিত্তিতে শিল্পীদের বিভাজন করার পক্ষপাতি নই আমরা । এটা এই রাজ্যের ঐতিহ্যও নয়।