রবিবার, ৬ অক্টোবর, ২০২৪, ২১ আশ্বিন, ১৪৩১
আজকের সর্বশেষ সবখবর

বর্ণাঢ্য আয়োজনে রংপুর রাইডার্সের জার্সি উন্মোচন

editor
অক্টোবর ৩১, ২০১৭ ৯:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

সুমন চৌধুরী : দেশের ক্রীড়াঙ্গনে সাজ সাজ রব। কয়েক দিন আগে খেলোয়াড়দের পারিশ্রমিকের অগ্রিম চেক প্রদান করেছে রংপুর রাইডার্স। এবার বর্ণাঢ্য আয়োজনে মাশরাফিদের জার্সি উন্মোচন হলো। বুধবার বসুন্ধরার কনভেনশন সেন্টারে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর শুরুর আগে অনুষ্ঠানে নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে রাখলো ফ্র্যাঞ্চাইজিটি। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবার রংপুরের। এক এক করে সব খেলোয়াড়ের ছবি জায়ান্ট স্ক্রিনে ওঠার পর সবার শেষে আসে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ছেড়ে রংপুরে যোগ দেওয়া মাশরাফির ছবি। বসুন্ধরা কনভেনশন সেন্টারের হল রুম তখন যেন মিরপুরের গ্যালারি! ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যককালাম, লাসিথ মালিঙ্গার সঙ্গে মাশরাফিকে দলে পেয়ে রংপুর সমর্থকদের উচ্ছ্বাসের শেষ নেই।
জায়ান্ট স্ক্রিনে খেলোয়াড়দের দেখানো শেষে রংপুর রাইডার্সের জার্সি পরে ফ্যাশন শোতে অংশ নেন মডেলরা। কোচ টম মুডিও তো মডেল হয়ে গেলেন, নতুন জার্সিতে ক্যাটওয়াকের সঙ্গে গানের তালে বেশ কিছুক্ষণ নাচলেনও তিনি। তার আগে মনোমুগ্ধকর লেজার শোর পর অধিনায়ক মাশরাফির হাতে রংপুরের কর্মকর্তাব্যক্তিরা তুলে দেন জার্সি। মিট দ্য রাইডার্স অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও রংপুর রাইডার্সের ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সোবহান, রংপুর রাইডার্সের চেয়ারম্যান মোস্তফা আজাদ মহিউদ্দিন এবং সিইও ইশতিয়াক সাদেক সহ ফ্র্যাঞ্চাজি ও বসুন্ধরা গ্রুপের অন্যান্য কর্মকর্তারা। নতুন দলে নতুন দায়িত্ব নিতে যাওয়া মাশরাফি বলেন, টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ। দোয়া চাই আমরা যেন শুরুটা ভালো করতে পারি, রংপুরের সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারি। বিশ্বের সেরা কোচ আমাদের দলে। মাঠে পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারলে সব সহজ হয়ে যাবে। কোচ টম মুডি বলেন, আমি নিশ্চিত আগামী এক মাস দারুণ লড়াই করবে দলগুলো। ২০ ওভারের ক্রিকেটে কাউকেই শক্তিশালী বলা যাবে। মাঠে যারা এগিযে থাকবে, তারাই জিতবে। ৪ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেট সিক্সার্স-ঢাকা ডায়নামাইটসের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে বিপিএলের পঞ্চম আসর। ওই দিনই রাজশাহী কিংসের মুখোমুখি হবে রংপুর রাইডার্স। দেশি ক্রিকেটারদের মধ্যে মাশরাফি ছাড়াও রয়েছেন ,মোহাম্মদ মিথুন, সোহাগ গাজী, রুবেল হোসেন, শাহরিয়ার নাফীস, জিয়াউর রহমান, আবদুর রাজ্জাক, এবাদত হোসেন, ইলিয়াস সানি, নাহিদুল ইসলাম ও শামসুর রহমানের মতো খেলোয়াড়। বিদেশি ক্রিকেটারদের আনতে খরচ করেছে প্রচুর। ম্যাককালাম-গেইলের মতো ব্যাটিং দানব খেলবে এই দলটিতে। এছাড়া শ্রীলঙ্কার টি-টোয়েন্টি বিশেষজ্ঞ থিসারা পেরেরা-লাসিথ মালিঙ্গাও আছেন। রবি বোপারা, ডেভিড উইলি, স্যামুয়েল বদ্রি, জনসন চার্লস, কুশল পেরেরা, অ্যাডাম লিথ, স্যাম হেইন, সামিউল্লাহ শেনওয়ারি, জহির খানের মতো ক্রিকেটারও আছেন রংপুরে।বর্ণাঢ্য আয়োজনে রংপুর রাইডার্সের জার্সি উন্মোচন সুমন চৌধুরী : দেশের ক্রীড়াঙ্গনে সাজ সাজ রব। কয়েক দিন আগে খেলোয়াড়দের পারিশ্রমিকের অগ্রিম চেক প্রদান করেছে রংপুর রাইডার্স। এবার বর্ণাঢ্য আয়োজনে মাশরাফিদের জার্সি উন্মোচন হলো। বুধবার বসুন্ধরার কনভেনশন সেন্টারে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর শুরুর আগে অনুষ্ঠানে নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে রাখলো ফ্র্যাঞ্চাইজিটি। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবার রংপুরের। এক এক করে সব খেলোয়াড়ের ছবি জায়ান্ট স্ক্রিনে ওঠার পর সবার শেষে আসে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ছেড়ে রংপুরে যোগ দেওয়া মাশরাফির ছবি। বসুন্ধরা কনভেনশন সেন্টারের হল রুম তখন যেন মিরপুরের গ্যালারি! ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যককালাম, লাসিথ মালিঙ্গার সঙ্গে মাশরাফিকে দলে পেয়ে রংপুর সমর্থকদের উচ্ছ্বাসের শেষ নেই।
জায়ান্ট স্ক্রিনে খেলোয়াড়দের দেখানো শেষে রংপুর রাইডার্সের জার্সি পরে ফ্যাশন শোতে অংশ নেন মডেলরা। কোচ টম মুডিও তো মডেল হয়ে গেলেন, নতুন জার্সিতে ক্যাটওয়াকের সঙ্গে গানের তালে বেশ কিছুক্ষণ নাচলেনও তিনি। তার আগে মনোমুগ্ধকর লেজার শোর পর অধিনায়ক মাশরাফির হাতে রংপুরের কর্মকর্তাব্যক্তিরা তুলে দেন জার্সি। মিট দ্য রাইডার্স অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও রংপুর রাইডার্সের ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সোবহান, রংপুর রাইডার্সের চেয়ারম্যান মোস্তফা আজাদ মহিউদ্দিন এবং সিইও ইশতিয়াক সাদেক সহ ফ্র্যাঞ্চাজি ও বসুন্ধরা গ্রুপের অন্যান্য কর্মকর্তারা। নতুন দলে নতুন দায়িত্ব নিতে যাওয়া মাশরাফি বলেন, টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ। দোয়া চাই আমরা যেন শুরুটা ভালো করতে পারি, রংপুরের সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারি। বিশ্বের সেরা কোচ আমাদের দলে। মাঠে পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারলে সব সহজ হয়ে যাবে। কোচ টম মুডি বলেন, আমি নিশ্চিত আগামী এক মাস দারুণ লড়াই করবে দলগুলো। ২০ ওভারের ক্রিকেটে কাউকেই শক্তিশালী বলা যাবে। মাঠে যারা এগিযে থাকবে, তারাই জিতবে। ৪ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেট সিক্সার্স-ঢাকা ডায়নামাইটসের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে বিপিএলের পঞ্চম আসর। ওই দিনই রাজশাহী কিংসের মুখোমুখি হবে রংপুর রাইডার্স। দেশি ক্রিকেটারদের মধ্যে মাশরাফি ছাড়াও রয়েছেন ,মোহাম্মদ মিথুন, সোহাগ গাজী, রুবেল হোসেন, শাহরিয়ার নাফীস, জিয়াউর রহমান, আবদুর রাজ্জাক, এবাদত হোসেন, ইলিয়াস সানি, নাহিদুল ইসলাম ও শামসুর রহমানের মতো খেলোয়াড়। বিদেশি ক্রিকেটারদের আনতে খরচ করেছে প্রচুর। ম্যাককালাম-গেইলের মতো ব্যাটিং দানব খেলবে এই দলটিতে। এছাড়া শ্রীলঙ্কার টি-টোয়েন্টি বিশেষজ্ঞ থিসারা পেরেরা-লাসিথ মালিঙ্গাও আছেন। রবি বোপারা, ডেভিড উইলি, স্যামুয়েল বদ্রি, জনসন চার্লস, কুশল পেরেরা, অ্যাডাম লিথ, স্যাম হেইন, সামিউল্লাহ শেনওয়ারি, জহির খানের মতো ক্রিকেটারও আছেন রংপুরে।

Please follow and like us:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Social media & sharing icons powered by UltimatelySocial