শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ, ১৪৩১

‘বাংলাদেশ ভবন’ উদ্বোধনে শান্তি নিকেতনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

editor
মে ৪, ২০১৮ ৩:৫২ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট: আগামী ২৪ মে দু’দিনের সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পশ্চিমবঙ্গের শান্তি নিকেতনে ‘বাংলাদেশ ভবন‘ উদ্বোধন করতে প্রধানমন্ত্রীর এ সফর। তিনি ২৫ মে ‘বাংলাদেশ ভবন‘ উদ্বোধন করবেন। ওই অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও উপস্থিত থাকবেন। এসফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসানসোলে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ও পরিদর্শনে যাবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম হেলাল বলেন, ‘শান্তি নিকেতনে প্রধানমন্ত্রীর সফরের একটি সম্ভাবনার কথা শুনেছি। কিন্তু এটি এখনও চূড়ান্ত হয়নি।’

দৈনিক আজকের প্রভাত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।