ক্রীড়া প্রতিবেদক : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন আয়োজিত আসন্ন বাংলাদেশ যুব গেমস-২০১৮ তে ২ কোটি টাকা স্পন্সর করেছে। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন এর ডাইরেক্টর জেনারেল ব্রিগ্রেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ফখরুদ্দিন হায়দার এর নিকট সোমবার ইসলামী ব্যাংক টাওয়ারে এ চেক হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মোঃ আব্দুল হামিদ মিঞা। আরও উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মোঃ ইয়াহিয়া এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এএএম হাবিবুর রহমান ও ভাইস প্রেসিডেন্ট মোশতাক আহমেদ।
Please follow and like us:
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।