শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ, ১৪৩১

বাংলালিংকের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Sumon Chowdhury
মে ২৩, ২০১৮ ৫:২৭ অপরাহ্ণ
Link Copied!

আজকের প্রভাত প্রতিবেদক : দেশের টেলিকম অপারেটর ও ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে বলরুমে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস উপস্থিত ছিলেন। এসময় তিনি গ্রাহকদের সুখ, শান্তি কামনা করে বলেন, ডিজিটাল সেবা দিতে বাংলালিংক সব সময়ই অগ্রগণ্য। আমরা চাই গ্রাহকরা আমাদের সঙ্গে সংযু্ক্ত থেকে উন্নত জীবন যাপন করেন।
ইফতার মাহফিলে বাংলালিংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির প্রতিনিধিরা। এসময় স্টেক হোল্ডার প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক আগত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন। অতিথিরা বাংলালিংকের ইফতার ও দোয়া মাহফিলের আয়োজনের প্রশংসা করেন। নৈশভোজের মাধ্যমে ইফতার মাহফিলের পরিসমাপ্তি ঘটে।

ইফতার মাহফিলে বাংলালিংকের কর্মকর্তাবৃন্দ ।

দৈনিক আজকের প্রভাত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।