আজকের প্রভাত প্রতিবেদক : নোকিয়া ৫.১, নোকিয়া ৩.১ এবং নোকিয়া ২.১- নতুন তিনটি স্মার্টফোন বাজারে আসবে নোকিয়া স্মার্টফোন নির্মাতা সংস্থা এইচএমডি গ্লোবাল।
গুগল অ্যাসিস্ট্যান্টের মতো সর্বশেষ গুগল পরিষেবাগুলো ব্যবহারে সুযোগ দিয়ে এই স্মার্টফোনগুলো অ্যান্ড্রয়েড ওয়ান আর অ্যান্ড্রয়েড গো-এর সর্বাধুনিক অভিজ্ঞতা দেবে। এমনটাই জানানো হয়েছে সংস্থার তরফে।
নোকিয়া ৫.১-এ রাখা হয়েছে ৫.৫ ইঞ্চি ফুল এইচডি+ ডিসপ্লে। এতে ব্যবহার করা হয়েছে ২.০ গিগাহার্টজ মিডিয়াটেক হেলিও পি১৮ অক্টা-কোর প্রসেসর। এর সঙ্গে রাখা হয়েছে ২জিবি বা ৩জিবি র্যাম আর ১৬জিবি বা ৩২জিবি অভ্যন্তরীণ স্টোরেজ। এতে রাখা হয়েছে এলইডি ফ্ল্যাশযুক্ত ১৬ মেগাপিক্সেল পেছনের ক্যামেরা আর ৮ মেগাপিক্সেল সামনের ক্যামেরা। দুটি স্টোরেজ অপশনসহ এই স্মার্টফোন চলতি বছর জুলাই থেকে পাওয়া যাবে। দাম হবে ১৮৯ ইউরো।
নোকিয়া ৩.১ স্মার্টফোনটিতে আছে ৫.২ ইঞ্চি ফুল এইচডি+ ডিসপ্লে। এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ৬৭৫০ প্রসেসর। এতে রাখা হয়েছে ১৩ মেগাপিক্সেল পেছনের ক্যামেরা আর ৮ মেগাপিক্সেল সামনের ক্যামেরা। দুটি স্টোরেজ অপশনসহ এই স্মার্টফোন চলতি বছর জুলাই থেকে পাওয়া যাবে, এগুলো হচ্ছে- ২জিবি র্যাম ও ১৬জিবি অভ্যন্তরীণ স্টোরেজ বা ৩জিবি র্যাম ও ৩২জিবি অভ্যন্তরীণ স্টোরেজ।
নোকিয়া ২.১ স্মার্টফোনটিতে আছে ৫.৫ ইঞ্চি ফুল এইচডি+ ডিসপ্লে, সঙ্গে আছে ডুয়াল ফ্রন্ট ফেসিং স্টেরিও স্পিকার আর ৪০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি। এতে রাখা হয়েছে ৫ মেগাপিক্সেল পেছনের ক্যামেরা আর ৮ মেগাপিক্সেল সামনের ক্যামেরা। অ্যান্ড্রয়েড ওরিও ব্যবহৃত এই স্মার্টফোনও চলতি বছর জুলাইয়ে বাজারে আসবে।