রবিবার, ১০ নভেম্বর, ২০২৪, ২৫ কার্তিক, ১৪৩১

বাজারে আসছে নোকিয়া’র নতুন তিনটি স্মার্টফোন

Sumon Chowdhury
জুন ৭, ২০১৮ ৪:২৭ অপরাহ্ণ
Link Copied!

আজকের প্রভাত প্রতিবেদক : নোকিয়া ৫.১, নোকিয়া ৩.১ এবং নোকিয়া ২.১- নতুন তিনটি স্মার্টফোন বাজারে আসবে নোকিয়া স্মার্টফোন নির্মাতা সংস্থা এইচএমডি গ্লোবাল।
গুগল অ্যাসিস্ট্যান্টের মতো সর্বশেষ গুগল পরিষেবাগুলো ব্যবহারে সুযোগ দিয়ে এই স্মার্টফোনগুলো অ্যান্ড্রয়েড ওয়ান আর অ্যান্ড্রয়েড গো-এর সর্বাধুনিক অভিজ্ঞতা দেবে। এমনটাই জানানো হয়েছে সংস্থার তরফে।
নোকিয়া ৫.১-এ রাখা হয়েছে ৫.৫ ইঞ্চি ফুল এইচডি+ ডিসপ্লে। এতে ব্যবহার করা হয়েছে ২.০ গিগাহার্টজ মিডিয়াটেক হেলিও পি১৮ অক্টা-কোর প্রসেসর। এর সঙ্গে রাখা হয়েছে ২জিবি বা ৩জিবি র‍্যাম আর ১৬জিবি বা ৩২জিবি অভ্যন্তরীণ স্টোরেজ। এতে রাখা হয়েছে এলইডি ফ্ল্যাশযুক্ত ১৬ মেগাপিক্সেল পেছনের ক্যামেরা আর ৮ মেগাপিক্সেল সামনের ক্যামেরা। দুটি স্টোরেজ অপশনসহ এই স্মার্টফোন চলতি বছর জুলাই থেকে পাওয়া যাবে। দাম হবে ১৮৯ ইউরো।
নোকিয়া ৩.১ স্মার্টফোনটিতে আছে ৫.২ ইঞ্চি ফুল এইচডি+ ডিসপ্লে। এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ৬৭৫০ প্রসেসর। এতে রাখা হয়েছে ১৩ মেগাপিক্সেল পেছনের ক্যামেরা আর ৮ মেগাপিক্সেল সামনের ক্যামেরা। দুটি স্টোরেজ অপশনসহ এই স্মার্টফোন চলতি বছর জুলাই থেকে পাওয়া যাবে, এগুলো হচ্ছে- ২জিবি র‍্যাম ও ১৬জিবি অভ্যন্তরীণ স্টোরেজ বা ৩জিবি র‍্যাম ও ৩২জিবি অভ্যন্তরীণ স্টোরেজ।
নোকিয়া ২.১ স্মার্টফোনটিতে আছে ৫.৫ ইঞ্চি ফুল এইচডি+ ডিসপ্লে, সঙ্গে আছে ডুয়াল ফ্রন্ট ফেসিং স্টেরিও স্পিকার আর ৪০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি। এতে রাখা হয়েছে ৫ মেগাপিক্সেল পেছনের ক্যামেরা আর ৮ মেগাপিক্সেল সামনের ক্যামেরা। অ্যান্ড্রয়েড ওরিও ব্যবহৃত এই স্মার্টফোনও চলতি বছর জুলাইয়ে বাজারে আসবে।

Please follow and like us:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Social media & sharing icons powered by UltimatelySocial