আজকের প্রভাত প্রতিবেদক : ইউনিভিউ ব্র্যান্ডের আইপিভিত্তিক ক্লোজসার্কিট পিওই কিট বাজারে এনেছে প্রযুক্তিপণ্য পরিবেশক প্রতিষ্ঠান কম্পিউটার সিটি টেকনোলজিস লিমিটেড। এটির মডেল এনভিআর৩০১-০৪এলবি-পি৪।
ডিভাইসটির একটি ৪-চ্যানেল এনভিআর ও আইপিসি২১২২এলআর৩-০৪এলবি-পি৪ মডেলের ৪-টি আইপি ক্যামেরা এই কিটের অন্তর্ভুক্ত।
বাসা-বাড়ি অথবা ছোট ও মাঝারি আকৃতির দোকান/ব্যাবসার ভিডিও নজরদারির ক্ষেত্রে এই কিটটি হতে পারে একটি সহজ সমাধান।
এনভিআরটি ৪টি স্বাধীন পিওই নেটওয়ার্কের সাথে প্লাগ ও প্লে’র ভিত্তিতে সংযুক্ত হতে পারে। এটি ১-চ্যানেলের এইচডিএমআই ও ১-চ্যানেলের ভিজিএ’র মাধ্যমে সর্বোচ্চ ১০৮০পি ভিডিও আউটপুট দিতে সক্ষম। এটি সর্বোচ্চ ৮ টেরাবাইট তথ্য ধারণ ক্ষমতার ১টি হার্ডডিস্ক সমর্থন করে।
কিটের অন্তর্ভুক্ত মডেলের ক্যামেরটির লেন্স ৪ মিলিমিটার যা সর্বোচ্চ ২ মেগাপিক্সেল (১০৮০পি) রেজুল্যুশনের ভিডিও রেকর্ড করতে পারে।
এতে সংযুক্ত স্মার্ট আইআর-এর দূরত্ব ৩০ মিটার বা ৯৮ ফুট। ক্যামেরাটি আইপি৬৬ এনক্লোজারের যা ধুলাবালি ও পানি রোধক। এটি পিওই ও ১২ ভোল্ট ডিসি পাওয়ার সাপ্লাই সমর্থন করে।
ইউনিভিউ-এর এই পিওই কিটটির মূল্য ১৯ হাজার ৫০০ টাকা।