আজকের প্রভাত ডেস্ক
দীর্ঘ সময় পর নতুন অভিভাবক পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। গত ২৬ অক্টোবর নির্বাচনের মধ্যে দিয়ে আগামী চার বছরের জন্য বাফুফে সভাপতি নির্বাচিত হয়েছেন তাবিথ আওয়াল।
কিন্তু নির্বাচনের পরপরই দক্ষিণ কোরিয়ায় উড়াল দিয়েছিলেন তাবিথ আওয়াল। সেখানে যোগ দিয়েছিলেন এএফসির অনুষ্ঠানে। সেখান থেকে দেশে ফিরে আজ বুধবার (৬ নভেম্বর) প্রথমবার সভাপতি হিসেবে বাফুফে ভবনে পা রাখেন নতুন সভাপতি ।
তাবিথ ছাড়াও আজ বিকেলে বাফুফের নতুন নির্বাহী কমিটির অনেকে আসেন ভবনে। তবে তাদের আসা উপলক্ষে ছিল না কোনো আড়ম্বর। নিজ কার্যালয়ে প্রথম দিন এসে সাফজয়ী নারীদের শুভেচ্ছা জানান তাবিথ আওয়াল।
এরপর নতুন কমিটির সঙ্গে আলাপ সেরে গণমাধ্যমের মুখোমুখি হন নতুন সভাপতি। সাংবাদিকদের বাফুফে প্রধান বলেন, ‘একটা নতুন কমিটি, এটা ফেস্টিভের জায়গা, এত সিরিয়াস হওয়ার কিছু নেই। খেলার মনমানসিকতা নিয়ে আমরা আগামী চার বছর পালন করতে চাই। সেই বার্তা দিতেই এসেছিলাম আমরা।’
তাবিথ আওয়াল আরও বলেন, ‘আজ আমরা সব স্টাফের সঙ্গে বসেছি (দেশের বাইরে থাকায় সাধারণ সম্পাদক ছিলেন না), সর্বোচ্চ স্টাফ থেকে ক্লিনার পর্যন্ত সবার সঙ্গে পরিচিতি সভা করেছি। পরপরই মেয়েদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছি। আগামী দিনের কিছু পরিকল্পনার কথা বলেছি।’
আগামী ৯ নভেম্বর আনুষ্ঠানিকভাবে তাবিথ আওয়ালের কমিটি যাত্রা শুরু করবে। সেখানে সাফজয়ী নারীদের পুরস্কার দেবার আলাপ করবে নতুন কমিটি। সে ব্যাপারে নতুন বাফুফে সভাপতি বলেন, ‘৯ নভেম্বর আমাদের প্রথম সভা। সেখানে নির্বাহী কমিটিতে পাস করে মেয়েদের পুরস্কারের ব্যাপারে একটা ঘোষণা দেব।’