ঢাকা ৮ ডিসেম্বর ২০২৪:
আজ সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বীর মুক্তিযোদ্ধা , বরেণ্য শিক্ষাবিদ বাঙালির মনোন ও মানষের আলোকবর্তিকা অধ্যাপক মরহুম সারোয়ার মুরশিদ এর ১২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ এর পিতার কবর জিয়ারত করেন। এ সময় পরিবারের পক্ষ থেকে, ব্রতী সংস্থার পক্ষ থেকে এবং নাগরিক সংগঠনের পক্ষ থেকে মরহুমের কবরে পুষ্প স্তবক অর্পণ করেন। এরপর উপদেষ্টা তার ‘মা’ মরহুমা বেগম নূরজাহান মুরশিদ এর কবর জিয়ারত করেন এবং পুষ্প স্তবক অর্পণ করেন। উপদেষ্টা তার মা এবং বাবার কবরে দাঁড়িয়ে আল্লাহর কাছে দুহাত তুলে মোনাজাত করেন ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।