শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ, ১৪৩১
আজকের সর্বশেষ সবখবর

বিআরটিএর মোবাইল কোর্ট অভিযানে জরিমানা আদায় ও ৬ জনকে জেল

Omar Faruk
নভেম্বর ৭, ২০২৪ ৮:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা, খুলনা ও রাজশাহী মহানগরে গত এক সপ্তাহে ৫৫টি স্পটে বিআরটিএর মোবাইল কোর্ট অভিযানে ২১৬টি মামলার ৪ লাখ ৬৫ হাজার ৫০০ শত টাকা জরিমানা আদায়, ৬ জনকে কারাদণ্ড ও ১টি গাড়ি ডাম্পিং স্টেশনে প্রেরণ করেন ম্যাজিস্ট্রেট।

দুর্ঘটনা রোধ ও সড়কে শৃঙ্খলা আনতে তিনটি বিভাগের অভিযান চলমান রেখেছে পরিবহন নিয়ন্ত্রক সংস্থা-বিআরটিএ। রোববার (০৭ নভেম্বর) দিনভর এ অভিযান চলে। যা চলমান থাকবে।

সড়কে শৃঙ্খলা ফেরাতে ও সড়ক দুর্ঘটনা এড়াতে এই অভিযানের সিদ্ধান্ত নেয় বিআরটিএ। ৭ নভেম্বর সকাল থেকে দিনভর বিআরটিএর টিম ঢাকা, খুলনা ও রাজশাহী বিভাগীয় মহানগরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট বসিয়ে অভিযান পরিচালনা করেন।

বিআরটিএ বলছে, সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে শৃঙ্খলা জোরদার করার লক্ষ্যে অবৈধ নসিমন, করিমন, থ্রি  হুইলার, রুটভায়োলশন, হাইড্রোলিক হণ, অতিরিক্ত ভাড়া আদায়, ফিটনেসবিহীন মোটরযান, লাইসেন্সবিহীন মোটরসাইকেল ও দ্রুত গতির বিরুদ্ধে কাজ করছে ভ্রাম্যমাণ আদালত বিআরটিএ।

বিআরটিএর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটসহ তিনটি বিভাগের মহানগরের আঞ্চলিক সড়ক ও জাতীয় মহাসড়কে অতিরিক্ত গতির কারণে মোবাইল কোর্ট পরিচালনায় ২১৬টি মামলা দায়ের করে। একই অপরাধে মহানগরের ৫৫টি স্পষ্টে ৪ লাখ ৬৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ছাড়া ১টি গাড়িকে ডাম্পিং স্টেশনে পাঠানো হয়। এক-ই সাথে দালালদের অপরাধ বিরোধী অভিযানে ছয়জন দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন বিআরটিএর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

Please follow and like us:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Social media & sharing icons powered by UltimatelySocial