মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৫ ফাল্গুন, ১৪৩১
আজকের সর্বশেষ সবখবর

বিএটি বাংলাদেশ এর সাথে চুক্তিবদ্ধ হল মাস্টহেড পিআর

Sumon Chowdhury
মে ২৭, ২০১৮ ৩:৩৭ অপরাহ্ণ
Link Copied!

আজকের প্রভাত প্রতিবেদক : দেশের অন্যতম বৃহৎ বহুজাতিক কোম্পানি ও বেসরকারি খাতে এদেশের অগ্রগামী প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশ এবং দেশের অন্যতম প্রসিদ্ধ পাবলিক রিলেশন এজেন্সি মাস্টহেড পিআর চুক্তিবদ্ধ হয়েছে।
চুক্তি অনুযায়ী মাস্টহেড পিআর বিএটি বাংলাদেশকে এক্সক্লুসিভ পিআর প্ল্যানিং এবং সল্যুশন দিতে যাচ্ছে। সম্প্রতি বিএটি বাংলাদেশ এবং মাস্টহেড পিআর এর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি বিএটি বাংলাদেশ এর প্রধান কার্যালয়ে সম্পন্ন হয়। বিএটি বাংলাদেশ এর মুবিনা আসাফ, হেড অব লিগ্যাল এন্ড এক্সটারনাল অ্যাফেয়ার্স এবং মাস্টহেড পিআর এর ম্যানেজিং ডিরেক্টর জিয়াউদ্দিন আদিল তাদের নিজস্ব প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএটি বাংলাদেশ এর ম্যানেজিং ডিরেক্টর শেহজাদ মুনিম; টপ অফ মাইন্ডের গ্রুপ সিইও, শারফুদ্দিন আহমেদ চৌধুরী; মাস্টহেড পিআর এর ডিরেক্টর প্ল্যানিং, রাশেদুল মজিদ মামুন, বিএটি বাংলাদেশ এর স্পোকসপার্সন (মূখপাত্র) মেহনাজ কবির।
মাস্টহেড পিআর এর ম্যানেজিং ডিরেক্টর জিয়াউদ্দিন আদিল চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বলেন, বিএটি একটি অগ্রগামী প্রতিষ্ঠান। আমরা বিএটি বাংলাদেশে এর সাথে থাকতে পেরে অত্যন্ত আনন্দিত এবং আমাদের এক দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সফলতার নতুন দিগন্তে পৌঁছাতে সক্ষম হব বলে আশা করছি।

দৈনিক আজকের প্রভাত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।