ডেস্ক রিপোর্ট: খালেদা জিয়া মাঠের রাজনীতি ছেড়ে অস্ত্রের রাজনীতি শুরু করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বাংলাদেশের রাজনীতি বা গণতন্ত্র নয় বরং বিএনপিই এখন গভীর খাদের কিনারে।’ সোমবার ঢাকা মেডিক্যাল কলেজ চত্বরে শহীদ ডা. মিলনের সমাধির সামনে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
শহীদ ডা. মিলনের ২৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) এই আলোচনা সভার আয়োজন করে।
সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি যখন ক্ষমতায় ছিল আমরা দেখেছি, কফিনের ভিতরে গণতন্ত্রের লাশ। গণতন্ত্র নয়, বিএনপির রাজনীতি আজ গভীর খাদের কিনারায়। সব কিছুতে ব্যর্থ হয়ে তারা এখন অস্ত্রের ভাষায় কথা বলছে।’
‘গণতন্ত্র এখন খাদের কিনারে’ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘খালেদা বলেছেন ৫ জানুয়ারি নাকি গণতন্ত্রের জন্য কলঙ্কের দিন। আমি বলতে চাই বিএনপি যে রাস্তায় পেট্রোল বোমার তাণ্ডব চালিয়েছে, আগুনে মানুষ পুড়িয়ে মেরেছে সেগুলো কি তাদের জন্য জায়েজ হয়ে গেছে নাকি?’
উল্লেখ্য, ‘৯০ এর স্বৈরাচারবিরোধী গণআন্দোলনে ডা. সামছুল আলম খান মিলন নিহত হন।
মিলনের স্মৃতিচারণ করে ওবায়দুল কাদের বলেন, ‘ডা. মিলন হচ্ছে গণতন্ত্রের প্রতীক। দিন দিন গণতন্ত্র প্রিয় জনগণের হৃদয়ে শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত হচ্ছেন তিনি।
বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন, শহীদ ডা. মিলনের মা সেলিনা আক্তার, বিএমএ মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ প্রমুখ বক্তব্য রাখেন। সূত্র: বাসস