শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২ ফাল্গুন, ১৪৩১

বিএনপি নানা কূটকৌশলের আশ্রয় নিচ্ছে: কাদের

editor
এপ্রিল ২৭, ২০১৮ ৩:২৮ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট: তারেক রহমানের পাসপোর্ট সমর্পণের বিষয়টি নিয়ে বিএনপি নানা কূটকৌশলের আশ্রয় নিচ্ছে বলে মন্তব্য করেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেরে বাংলা একে ফজলুল হকের ৫৬তম মৃত্যুবার্ষিকীতে তার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘যখন তাদের সেই অপকৌশল, কূটকৌশল ধরা পড়ে গেছে তখন যতোই তারা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করুক, কোন লাভ নাই। চিকিৎসার জন্য গিয়ে পরবর্তীতে রাজনৈতিক আশ্রয় নেয়ার প্রয়োজন, সেটা কিন্তু তাদের মাথায় আসেনি।’
তিনি আরও বলেন, ‘এটা এরকমই একটা দল, যে দল আজকে ধরা পড়ে গেছে। সত্যের মুখোমুখি তাদের দাঁড়াতে হচ্ছে। সত্যকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো উপায় নেই।’

দৈনিক আজকের প্রভাত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।