আজকের প্রভাত ডেস্ক:
সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে ১০ দিনের কর্মসূচি পালন করবে বিএনপি। এর মধ্যে আগামী ৮ নভেম্বর রাজধানীতে বড় ধরনের র্যালি করবে দলটি। এতে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও জেলা ছাড়াও ঢাকা বিভাগের সব জেলা ও মহানগরের নেতাকর্মীরা অংশ নেবেন।
র্যালির কর্মসূচি সার্বিকভাবে সফল করতে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য- ডা. এ জেড এম জাহিদ হোসেনকে আহ্বায়ক, নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকুকে সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
এরআগে দলের জাতীয় স্থায়ী কমিটির সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস জাঁকজমকপূর্ণভাবে পালনের সিদ্ধান্ত নেয় বিএনপি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।