রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ২ চৈত্র, ১৪৩১
আজকের সর্বশেষ সবখবর

বিসিএস প্রশাসন ১৮তম ব্যাচের নতুন সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক শরফ উদ্দিন

Omar Faruk
মার্চ ৮, ২০২৫ ১:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

বিসিএস (প্রশাসন) ১৮তম ব্যাচের “সুহৃদ ১৮ সমবায় সমিতি লি:” এর কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। “সুহৃদ ১৮ সমবায় সমিতি লি:” এর এজিএম ও কার্যনির্বাহী কমিটির নির্বাচনে নতুন সভাপতি মোঃ ফজলুর রহমান, সাধারণ সম্পাদক শরফ উদ্দিন আহমদ চৌধুরী নির্বাচিত হয়েছেন।

(বাঁ থেকে) মোঃ ফজলুর রহমান ও শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

৭ মার্চ (শুক্রবার) ২০২৫ তারিখে ইস্কাটনস্থ বিয়াম মিলনায়তনে সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন শেষে ২০২৫-২৬ সালের জন্য নতুন এই কমিটি ঘোষণা করা হয়।

১২ সদস্যের কার্যনির্বাহী কমিটির নির্বাচিত অন্যরা হলেন- সহসভাপতি পদে আব্দুল লতিফ মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ আজিজুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে মোঃ সাখাওয়াত হোসেন ও দপ্তর সম্পাদক পদে মোঃ মাহফুজুর রহমান, গবেষণা ও পেশাগত উন্নয়ন সম্পাদক পদে ড. আবু শাহীন মোঃ আসাদুজ্জামান, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে মিজ নাফরিজা শ্যামা, এবং কার্যনির্বাহী সদস্য পদে মোঃ শহীদুল ইসলাম এনডিসি, মোঃ জাহিদুল ইসলাম ভূঁইয়া, মোঃ সেলিম খান ও মোঃ এরফানুল হক।

দৈনিক আজকের প্রভাত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।