রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ২ চৈত্র, ১৪৩১
আজকের সর্বশেষ সবখবর

বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ১৪টি প্রতিষ্ঠানের শ্রমিকদের ৫২৫.৪৬ কোটি টাকার চেক হস্তান্তর: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়

Omar Faruk
মার্চ ৬, ২০২৫ ৭:৫২ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা, ০৬ মার্চ ২০২৫  খ্রিষ্টাব্দ

শ্রম ও কর্মসংস্থান ও নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন এর ঐকান্তিক প্রচেষ্টায় এবং অর্থ  মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা  ড. সালেহউদ্দিন আহমেদ এর আন্তরিক সহযোগিতায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানসমূহের শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’র ৮ম সভার সিদ্ধান্ত অনুযায়ী বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের লে-অফকৃত ১৪টি প্রতিষ্ঠানসমূহের শ্রমিকদের পাওনাদি পরিশোধের লক্ষ্যে সরকার ৫২৫.৪৬ কোটি টাকা মঞ্জুর করেছে। অদ্য ৬ মার্চ ২০২৫ তারিখে মাননীয় উপদেষ্টা, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অভিপ্রায় অনুসারে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব জনাব এ এইচ এম সফিকুজ্জামান বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কো. লি. এর ব্যবস্থাপনা পরিচালক জনাব ওসমান কায়সার চৌধুরী এর নিকট উক্ত ৫২৫.৪৬ কোটি টাকার চেক হস্তান্তর করেন। আগামী ৯ মার্চ ২০২৫ তারিখ হতে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের লে-অফকৃত ১৪টি প্রতিষ্ঠানসমূহের সকল শ্রমিক ও কর্মচারীদের পাওনাদি পর্যায়ক্রমে পরিশোধ করা হবে।

দৈনিক আজকের প্রভাত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।