আজকের প্রভাত রিপোর্ট: দ্বিতীয় দফা সময় নিয়েও দুদকে যাননি পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। এ কারণে তাকে আর সময় দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের সচিব খোরশেদা ইয়াসমিন। রবিবার (২৩ জুন) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানিয়ে বলেন, বেনজীর আহমেদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বেনজীর আহমেদকে প্রথমে গত ৬ জুন দুদকে তলব করা হয়েছিল। ওই তারিখে তিনি হাজির না হয়ে সময় চেয়েছিলেন। আইনজীবীর মাধ্যমে সময় চাওয়ার পর দুদক তাকে রবিবার (২৩ জুন) হাজির হতে বলেছিল। কিন্তু এদিন তিনি হাজির হননি। আর কোনও সময়ের আবেদনও করা হয়নি তার পক্ষ থেকে।
খোরশেদা ইয়াসমীন বলেন, দ্বিতীয় দফার তলবে হাজির না হওয়ায় বেনজীর আহমেদের বিরুদ্ধে দুদক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে এ সংক্রান্ত একটি প্রশ্নের জবাবে দুদক সচিব বলেন, কমিশনের দায়িত্বপ্রাপ্ত অনুসন্ধানকারী দল এ বিষয়ে দেখভাল করছেন। তারাই পরবর্তী ব্যবস্থা নেবে।
আছাদুজ্জামান মিয়ার দুর্নীতি অনুসন্ধানে সিদ্ধান্ত নেয়নি দুদক: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়ার অবৈধ সম্পদ ও দুর্নীতি নিয়ে অনুসন্ধানের বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার বিকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান দুদক সচিব খোরশেদা ইয়াসমিন।
তিনি বলেন, তার বিষয়ে অনুসন্ধান করা হবে কিনা সেটা কমিশনের পরবর্তী বৈঠকের পর জানানো যাবে।
গত ক’দিন ধরে আছাদুজ্জামান মিয়ার বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়ে আসছে। যদিও গণমাধ্যমের কাছে নিজের কোনও অবৈধ সম্পদ নেই বলে দাবি করেন আসাদুজ্জামান মিয়া।