ক্রীড়া প্রতিবেদক : তিন মাসের মাথায় শেষ হয়েছে এই চ্যাম্পিয়নশিপ লিগ। মার্সেল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে এবারের চ্যাম্পিয়ন দল বসুন্ধরা কিংস ও রানার-আপ নোফেল ক্লাব। শনিবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে পুরস্কার দেয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী ও সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), মার্সেল বিসিএলের চ্যাম্পিয়ন দল বসুন্ধরা কিংস ও রানার-আপ নোফেল নোয়াখালী-ফেনী-লক্ষ্মীপুর এর খেলোয়াড় ও কর্মকর্তারা। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল বসুন্ধরা কিংস ৩ লাখ ও রানার্স-আপ দল নোফেলকে ২ লাখ টাকা প্রাইজমানি দেওয়া হয়েছে।
Please follow and like us:
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।