আজকের প্রভাত প্রতিবেদক : মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।
আজ শনিবার সংগঠনের সভাপতি জনাব সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক জনাব সৈয়দ শুকুর আলী শুভ’র নেতৃত্বে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ডিআরইউ নেতৃবৃন্দ ও সদস্যরা বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় ডিআরইউ সহ-সভাপতি গ্যালমান শফি, সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম হাসিব, দপ্তর সম্পাদক মোঃ জেহাদ হোসেন চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল হক ভূঁইয়া, সাংস্কৃতিক সম্পাদক মিজান চৌধুরী, আপ্যায়ন সম্পাদক কামাল উদ্দিন সুমন, কল্যাণ সম্পাদক কাওসার আজম, কার্যনির্বাহী সদস্য জান্নাতুল ফেরদৌস পান্না, মোঃ জাফর ইকবাল ও এস এম এ কালাম উপস্থিত ছিলেন।
এছাড়াও ডিআরইউ সদস্য আমান-উদ-দৌলা, সেলিম সামাদ, ইকরামুল কবীর টিপু, আবু সালেহ আকন, মোঃ সরোয়ার আলম, আব্দুল লতিফ রানা, মোঃ কামরুজ্জামান খান, মোহাম্মদ আল আমিন, ফজলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।