আজকের প্রভাত ডেস্ক:
সম্প্রতি সিনেমা প্রসঙ্গসহ ব্যক্তিগত বিষয় নিয়ে সংবাদ মাধ্যমে কথা বলেছেন পূজা চেরী। তিনি বললেন, তার প্রতিটি সিনেমার সম্পর্কে যদি বলতে হয় তিনি নিখুঁতভাবে সেগুলো বলতে পারবেন। কারণ সিনেমাকে বাবা-মায়ের সঙ্গে তুলনা করলেন তিনি।
শাকিবের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে পূজা জানালেন, এই জগতে কাজ করতে গেলে এরকম গুঞ্জন ছড়াবেই। কিছুদিন পর আবার দেখা যায় সেসব সবই মিথ্যা। তবে শিল্পীদের সবসময় কাজ নিয়ে জাজ করা উচিত।
ঢালিউড কিং শাকিবের সঙ্গে নতুন কোনো কাজে যুক্ত হবেন কিনা সে বিষয়ে অভিনেত্রী বলেন, ‘কাজ হলেতো আপনারা সকলেই দেখতে পাবেন।’
রায়হান রাফীর সঙ্গে কাজ নিয়ে তার ভাষায়, অনেক দিন থেকেই ভক্তদের প্রশ্ন ছিল পূজার সঙ্গে রাফী কবে কাজ করবেন। তবে এই প্রসঙ্গে ধামাকাময় সংবাদ দিয়েছেন রাফী-পূজা দুজনেই। রাফীর ওয়েব সিরিজে নতুন কাজ করেছেন পূজা। তেমনি হয়তো হঠাৎ করেই শাকিবের সঙ্গে কাজের খবরটাও চলে আসবে বললেন তিনি।
সম্প্রতি ‘লিপস্টিক’ সিনেমার জন্য অ্যাওয়ার্ড পেয়েছেন পূজা চেরি। এরকম সম্মাননা পাওয়া প্রতিটি শিল্পীর জন্য অনুপ্রেরণার বলেই মনে করেন পূজা।