বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ, ১৪৩১

মুশফিককে অভিনন্দন মিলারের

admin
অক্টোবর ২৯, ২০২৪ ৩:৪১ অপরাহ্ণ
Link Copied!

আজকের প্রভাত ডেস্ক:

রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়ায় বাংলাদেশের সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার। সোমবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে আনসারীর শেষ কর্মদিবসে তার রাষ্ট্রদূত নিয়োগের বিষয়টি তুলে ধরলে মিলার তাকে অভিনন্দন জানান। উল্লেখ্য, ২১ই অক্টোবর মুশফিকুল ফজল আনসারীকে রাষ্ট্রদূত পদে পদায়নের জন্য সিনিয়র সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে কোন দেশের রাষ্ট্রদূত হিসেবে মুশফিকুল ফজলকে নিয়োগ দেয়া হয়েছে, সে সম্পর্কে নির্দিষ্ট কিছু উল্লেখ করা হয়নি।

দৈনিক আজকের প্রভাত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।