রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫, ৫ মাঘ, ১৪৩১

মোদির পোস্ট প্রসঙ্গ: ভারত মুক্তিযুদ্ধকে যদি অন্যভাবে দেখে, সেটা তাদের ব্যাপার

admin
ডিসেম্বর ১৭, ২০২৪ ৪:৩৭ অপরাহ্ণ
Link Copied!

আজকের প্রভাত ডেস্ক
ভারত যদি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অন্যভাবে দেখে, তাহলে সেটা তাদের ব্যাপার বলে মন্তব্য করেছেন নৌপরিবহন উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. সাখাওয়াত হোসেন।
বিজয় দিবসে ফেসবুকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পোস্ট প্রসঙ্গে মঙ্গলবার সকালে সিলেট মেরিন একাডেমির কুচকাওয়াজ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন। সেখানে তিনি লিখেন, ‘আজ বিজয় দিবসে, ১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সেনাদের সাহস ও আত্মত্যাগকে আমরা সম্মান জানাই। তাদের নিঃস্বার্থ আত্মোৎসর্গ ও অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং গৌরব এনে দিয়েছে। এই দিনটিতে তাদের অসাধারণ বীরত্ব ও অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি। তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে লিপিবদ্ধ থাকবে।’
সেই প্রসঙ্গে নৌপরিবহন উপদেষ্টা বলেন, ‘ভারতীয় প্রধানমন্ত্রী তার মতো করে বলেছেন। কিন্তু বিশ্ববাসী এ ব্যাপারে জানে। আজ ৫২ বছর হয়ে গেছে। এই ৯ মাসের যুদ্ধ বাংলাদেশের যুদ্ধ। আমাদের প্রাণহানি হয়েছে। ৯ মাস দেশ বড় রকমের রক্তপাতের মধ্যে ছিল।’
ড. সাখাওয়াত হোসেন বলেন, ‘আমাদের যুদ্ধটি আমরা শুরু করেছিলাম। আমরা আমাদের যুদ্ধটি শেষ করেছি। সেখানে ভারতের সাহায্য সহযোগিতা অবশ্যই ছিল, তাতে কোনও সন্দেহ নাই। আমরা সেটাও স্মরণ করি। কিন্তু এখন ওটাই যদি ওনারা অন্যভাবে দেখেন, সেটা ওনাদের ব্যাপার।’
তিনি বলেন, ‘বিশ্বে যা ঘটেছে তারমধ্যে মুক্তিযুদ্ধ বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ঘটনা।’

দৈনিক আজকের প্রভাত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।