আজকের প্রভাত প্রতিবেদক : রবি’র কর্পোরেট সল্যুসশন গ্রহণ করতে স¤প্রতি রাজশাহীতে রবি’র সাথে একটি কর্পোরেট চুক্তি সই করেছে এস. বি. ল্যাবরেটরিজ লিমিটেড।
এ চুক্তির আওতায় এস. বি. ল্যাবরেটরিজ রবি’র সেলস ফোর্স অটোমেশন (এসএফএ) সল্যুশন, বিশেষ কল রেট, বিশেষ ডেটা বান্ডল প্যাক ও ভয়েস সংযোগ, কোজ ইউজার গ্রæপ সুবিধাসহ আরও বেশ কয়েকটি ভ্যালু অ্যাডেড সার্ভিস উপভোগ করতে পারবেন।
এস. বি. ল্যাবরেটরিজ’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সৌরভ রায় এবং রবি’র ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পে চুক্তিটি সই করেন।
এসময় এস. বি. ল্যাবরেটরিজ’র চিফ ট্রেইনার মো: হাবিবুল ইসলাম ও চিফ অ্যাকাউন্টস আবু মাসুদ তারেক উপস্থিত ছিলেন। অন্যদিকে রবি’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন হেড অব এন্টারপ্রাইজ বিজনেস মো: আদিল হোসেন, কাস্টার মার্কেট ডিরেক্টর এ এইচ এম এনায়েতুর রহিম এবং এন্টারপ্রাইজ বিজনেস ম্যানেজার মো: আবুল কালাম আজাদ।