রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ, ১৪৩১

রহমতগঞ্জকে হারিয়ে শীর্ষেই চট্টগ্রাম আবাহনী

editor
ডিসেম্বর ১২, ২০১৭ ১১:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

ক্রীড়া প্রতিবেদক : প্রিমিয়ার ফুটবল লিগের শিরোপা রেসে এককভাবে এগিয়ে থাকলো চট্টগ্রাম আবাহনী। সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্টিত ফিরতি পর্বের ম্যাচে তারা ১-০ গোলে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে হারিয়েছে।ম্যাচের একমাত্র জয়সূচক গোলটি করেন মোহাম্মদ আব্দুল্লাহ। চলমান লিগের দুই পর্বেই রহমতগঞ্জকে হারালো চট্টগ্রাম আবাহনী। প্রথম পর্বের ম্যাচে ২-০ গোলে জিতেছিল সাইফুল বারী টিটোর দল। জাতীয় দলের একঝাঁক তারকা ফুটবলার সমৃদ্ধ বন্দরনগরীর দলটি ম্যাচের শুরু থেকেই প্রাধান্য নিয়ে খেলতে থাকে। ২০ মিনিটে ডান দিক থেকে সুশান্ত ত্রিপুরার বাড়ানো ক্রসে তৌহিদুল আলম সবুজের ভলি লক্ষ্যে থাকেনি। ২৪ মিনিটে জাহিদ হোসেনের কর্নারের পর ডি-বক্সের বাইরে বল পেয়ে একজনকে কাটিয়ে সোহেল রানার নেওয়া শট গোলরক্ষক ঝাঁপিয়ে ফেরান। ৩৬ মিনিটে জাহিদের ফ্রি কিক পোস্টে লেগে ফিরলে আগের ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্রের সঙ্গে ড্র করে আসা চট্টগ্রাম আবাহনীর হতাশা আরও বাড়ে। ফলে প্রথমার্ধ গোলশূন্যই কাটাতে হয়। বিতীয়ার্ধেও ক্রসবার পথ আগলে দাঁড়ালে গোল থেকে বঞ্চিত হয় চট্টগ্রাম আবাহনী। ৭০ মিনিটে এক ডিফেন্ডারকে ছিটকে দিয়ে ডান দিক থেকে ডি বক্সের ভেতর ঢুকে লিওনেল সেইন্ট প্রিয়াক্সের জোরালো শট ক্রসবার ঘেঁষে বেরিয়ে যায়।তিন মিনিট পরই গোলের দেখা পায় চট্টগ্রাম আবাহনী। ডি-বক্সের বাইরে থেকে বদলি খেলোয়াড় জাফরের ফ্রি-কিক দূরের পোস্টের ভেতরের দিকে লেগে জালে জড়ায়। তিন মিনিট আগেই জাহিদের বদলি নেমেছিলেন এই ফরোয়ার্ড।পর মুহূর্তে রহমতগঞ্জের পাল্টা আক্রমণ ফিরিয়ে চট্টগ্রাম আবাহনীর ত্রাতা গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা।শেষ দিকে সহজ সুযোগ নষ্ট হওয়ায় ব্যবধান দ্বিগুণ করতে পারেনি চট্টগ্রাম আবাহনী। ডান দিক থেকে লিওনেলের বাড়ানো ক্রস গোলমুখ থেকে আব্দুল্লাহ ক্রসবারের ওপর দিয়ে মারেন।স্বস্থির এই জয়ে এককভাবে শীর্ষে থাকলো চট্টগ্রাম আবাহনী। ১৬ ম্যাচে দ্বাদশ জয় পাওয়া দলটির পয়েন্ট ৩৯। অপরদিকে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা ঢাকা আবাহনীর পয়েন্ট ৩৬।

Please follow and like us:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Social media & sharing icons powered by UltimatelySocial