ডেস্ক রিপোর্ট: রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। এ ভূমিকম্পে উৎপত্তি স্থল ভারতের ত্রিপুরায়। রিখটাল স্কেলে ভূমিকম্পের এ মাত্র ছিল ৪ দশমিক ৭ মাত্রা। আজ বুধবার বেলা ১০টা ৫০ মিনিট ৪৭ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়।
ঢাকার আবহাওয়া অধিদফতরের কর্মকর্তা রোবায়েত আহমেদ বলেন, আজ সকাল ১০টা ৫০ মিনিট ৪৭ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়। তিনি আরো জানান, ঢাকা ৭৫ কিলোমিটার দূরে ভারতের ত্রিপুরা রাজ্যে ভূমিকম্পটির উৎপত্তিস্থল বলে প্রাথমিকভাবে জানা গেছে। এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হলেও এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি
Please follow and like us:
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।