রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫, ৫ মাঘ, ১৪৩১

রাজনৈতিক কারণে এসআইদের অব্যাহতি নয়

admin
অক্টোবর ২২, ২০২৪ ৩:০৮ অপরাহ্ণ
Link Copied!

আজকের প্রভাত ডেস্ক: 

রাজনৈতিক নয়, একাডেমিক শৃঙ্খলা ভঙ্গের কারণে ২৫২ জন এসআইকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন–শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
উল্লেখ্য, প্রশিক্ষণে ‘শৃঙ্খলা ভঙ্গের’ অভিযোগে রাজশাহীর চারঘাটে সারদা পুলিশ একাডেমিতে চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত ও প্রশিক্ষণরত ২৫২ জন এসআইকে অব্যাহতি দেয়া হয়েছে।
তিনি বলেন, ‘কাকে কোন স্পেসিপিক শঙ্খলার কারণে অব্যাহতি দিয়েছে এটা একাডেমি বলতে পারবে। যেহেতু একাডেমি থেকে তাদের শঙ্খলা ভঙ্গের কথা বলা হয়েছে।’
অব্যাহতির বিষয়টি আইন-শৃঙ্খলা রাক্ষায় বড় ধাক্কা কিনা? এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘না, এটা কোনো ধরনের বড় ধাক্কা না। এর থেকে আরও বেশিও বেরিয়ে যায়। অনেক সময় পুরো কোর্সও বের করে দেয়া হয়। যদি শৃঙ্খলার জন্য হয়, তবে পুরো কোর্সই বের করে দেয়া হয়। বিজিবি থেকে একবার পুরো ব্যাচই বের করে দেয়া হয়েছিল।’
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘ডিসিপ্লিনের ক্ষেত্রে কোনো কমপ্রোমাইজ নেই। পুরো ব্যাচের মধ্যে যদি দেখা যায়, তাদের আইনশৃঙ্খলার অবনতি হয়েছে। তাহলে তাদের বের করে দেয়া হয়।’

 

দৈনিক আজকের প্রভাত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।