সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন, ১৪৩১
আজকের সর্বশেষ সবখবর

রাষ্ট্রবিরোধী শক্তি দেশের উন্নয়ন অভিযাত্রায় প্রতিবন্ধকতা সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত – শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী

editor
আগস্ট ২, ২০২৪ ৫:০৪ অপরাহ্ণ
Link Copied!

আজকের প্রভাত রিপোর্ট: রাষ্ট্রবিরোধী শক্তি দেশের উন্নয়ন অভিযাত্রায় প্রতিবন্ধকতা সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত বলে মন্তব্য করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ নজরুল ইসলাম চৌধুরী, এমপি।
বৃহস্পতিবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত মন্ত্রণালয়-এর সভাকক্ষে শ্রম সেক্টর সংক্রান্ত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে প্রতিমন্ত্রী আরো বলেন বিভিন্ন কুচক্রী ও স্বার্থান্বেষী মহল, স্বাধীনতার চেতনাবিরোধী বিএনপি ও তার দোসর জঙ্গি জামায়াত-শিবির দুষ্টচক্র ছাত্রদের এই আন্দোলনে অনুপ্রবেশ করে সারাদেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে। এর ফলে সৃষ্ট অচলাবস্থার কারণে প্রধান রপ্তানি খাত গার্মেন্টসসহ অন্যান্য শিল্পের উৎপাদন ব্যাহত হয়েছে। তবে মাননীয় প্রধানমন্ত্রীর সময়োচিত দৃঢ় সিদ্ধান্ত ও নেতৃত্বে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
শ্রম প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বধীন সরকারের সুদূর প্রসারী সিদ্ধান্ত গ্রহণের ফলে দেশ প্রবৃদ্ধি এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সক্ষম হয়েছে। এছাড়াও শ্রম প্রতিমন্ত্রী শিল্প প্রতিষ্ঠানের মালিকদের সহিংসতায় কোনও শ্রমিক শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হলে তাদেরকে পর্যাপ্ত সহায়তা প্রদানের ব্যবস্থা করতে অনুরোধ করেন এবং ভবিষ্যতে এরূপ অনাকাঙ্খিত পরিবেশ যাতে সৃষ্টি না হয় সে বিষয়ে সরকারি-বেসরকারি-মালিক উদ্যোক্তাদের সচেতন থাকতে বলেন। এ মতবিনিময় সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ মাহবুব হোসেন সহ বিভিন্ন মালিক সংগঠনের নেতৃবৃন্দ ও সরকারি উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Social media & sharing icons powered by UltimatelySocial