রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫, ৫ মাঘ, ১৪৩১

রোহিঙ্গা ক্যাম্পে ৩ জনকে হত্যা

admin
অক্টোবর ২১, ২০২৪ ৩:৩০ অপরাহ্ণ
Link Copied!

আজকের প্রভাত ডেস্ক: 

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গুলি করে একই পরিবারের ৩ জনকে হত্যা করা হয়েছে। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ক্যাম্প-১৭ এর ১০৪ নম্বর ব্লকের আহমদ হোসেন (৬০), তার ছেলে সৈয়দুল আমিন (২৮) ও মেয়ে আসমা (১৩)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ১৪ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গাদের বরাত দিয়ে জানান, ভোর সাড়ে ৪টার দিকে ওয়ালাপালং পুলিশ ক্যাম্পের আওতাধীন বর্ধিত ক্যাম্প-২০ এর লাল পাহাড় সংলগ্ন এস-৪ ও বি-৭ ব্লক এলাকা দিয়ে ১৫-২০ জন দুষ্কৃতকারী প্রবেশ করে ঐ ব্লকে আহমদ ও তার পরিবারকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে আহমদ ও তার ছেলে ঘটনাস্থলে নিহত হন। পরে আসমাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান।
উখিয়া থানার ওসি আরিফ হোসেন জানান, পুলিশের সহায়তায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে ।

দৈনিক আজকের প্রভাত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।