কুড়িগ্রাম প্রতিনিধিঃ রৌমারীতে পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় পরীক্ষা থেকে বঞ্চিত ২৩ শিক্ষার্থী। কুুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার রৌমারী ডিগ্রি কলেজের অধ্যক্ষের অবহেলার কারণে প্রবেশপত্র না পাওয়ায় পরীক্ষা দেওয়া থেকে বঞ্চিত হয়েছে রৌমারী ডিগ্রি কলেজের ২৩ শিক্ষার্থী।
জানা যায়, ডিগ্রি প্রথম বর্ষের বাণিজ্যিক বিভাগের বাংলা পরীক্ষা শনিবার (১২ মে) অনুষ্ঠিত হয়। পরীক্ষা আগে পরীক্ষার্থীরা প্রবেশপত্র নেওয়ার জন্য কলেজের অধ্যক্ষের কাছে গেলে তিনি বলেন ২৩ জন শিক্ষার্থীর প্রবেশপত্র আসেনি।
পরে পরীক্ষার্থীরা অধ্যক্ষের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে, রৌমারী উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি লিখিত অভিযোগ জমা দেন পরীক্ষার্থীরা।
রৌমারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ সামিউল ইসলামের কাছে এ ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি জানান দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা করছি।
এ ব্যাপারে রৌমারী উপজেলা নির্বাহী অফিসার বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।