কুড়িগ্রাম প্রতিনিধি: রৌমারী উপজেলায় বজ্রপাতে ৩ জন আহত। কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার সদর ইউনিয়নের আলগারচর এলাকায় শুক্রবার (৪ মে) সকাল সাড়ে ৯টার দিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে আব্দুল খালেক (৪০), আব্দুস সামদ (৪৫), সবুজ মিয়া (২৭) নামের তিন ব্যক্তি আহত হয়েছন।
এলাকাবাসী জানায়- দুইটি মহিষের গাড়িতে মালামাল নিয়ে রাজিবপুর হতে রৌমারী উপজেলার আলগার চর গ্রামে মালামাল পৌঁছে দিয়ে ফেরার পথে প্রচন্ড বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়ে এ দূর্ঘটনা ঘটে। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।