ক্রীড়া প্রতিবেদক : আগামী শনিবার থেকে ১৩টি দলের অংশ গ্রহণের মধ্য দিয়ে শুরু হচ্ছে প্রিমিয়ার বিভাগ হকি লিগ। উদ্বোধনী ম্যাচে বিকেল সাড়ে চারটায় বর্তমান চ্যাম্পিয়ন মেরিনার ইয়াংসের মুখোমুখি হেব ভিক্টোরিয়া এসসি। আর পরের ম্যাচে ঊষা ক্রীড়া চক্রের প্রতিপক্ষ পুলিশ এসসি। বৃহস্পতিবার হকি ফেডারেশনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ফেডারেশনের কোষাধ্যক্ষ ও লীগ কমিটির সদস্য সচিব কাজী মইনুজ্জামান পিলা। এ সময় যুগ্ম সম্পাদক মাহাবুবুল এহসান রানা, পৃষ্ঠপোষক গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানীর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মনিরুজ্জামান খান ও মতিঝিল থানার এসি মিশু বিশ্বাস উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের স্পন্সর প্রতিষ্ঠান গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স তিন বছরের জন্য ফেডারেশনকে দিচ্ছে এক কোটি টাকা। এবারের টুর্নামেন্টের বাজেট ধরা হয়েছে ২৫ লাখ টাকা। তবে চ্যাম্পিয়ন দলকে এক লাখ এবং রানার্সআপ দলকে ৫০ হাজার টাকা অর্থ পুরস্কার দেবে হকি ফেডারেশন।