রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ২ চৈত্র, ১৪৩১
আজকের সর্বশেষ সবখবর

শহীদ পরিবারের পাশে দাঁড়ালো স্মার্ট

Sumon Chowdhury
ফেব্রুয়ারি ১৬, ২০২৫ ৫:০৫ অপরাহ্ণ
Link Copied!

আজকের প্রভাত প্রতিবেদক : ১৫ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার জিয়া অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো ‘বিপ্লবে সংকটে উদ্দীপ্ত তারুণ্য’ বিষয়ক বিশেষ অনুষ্ঠান। ঢাকাস্থ রামগঞ্জ উপজেলা ছাত্র ছাত্রী কল্যান পরিষদ এর উদ্যোগে এবং স্মার্ট ফাউন্ডেশন এর সার্বিক সহযোগিতায় আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের শীর্ষ তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর এবং সেবামূলক প্রতিষ্ঠান স্মার্ট ফাউন্ডেশন এর সেক্রেটারি জেনারেল মোহাম্মদ জহিরুল ইসলাম। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিলো জুলাই বিপ্লবের শহীদ পরিবারদের সম্মাননা প্রদান। ‘বিপ্লবে সংকটে উদ্দীপ্ত তারুণ্য’ বিষয়ক এই অনুষ্ঠানে রামগঞ্জের ৬টি শহীদ পরিবারের প্রত্যেককে সম্মাননা জানানোর পাশাপাশি ৫০,০০০ টাকা করে নগদ অর্থ উপহার হিসেবে প্রদান করেন স্মার্ট ফাউন্ডেশন এর সেক্রেটারি জেনারেল মোহাম্মদ জহিরুল ইসলাম। এসময় শহীদ পরিবারদের উদ্দেশ্যে তিনি বলেন, জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের ঋণ আমরা কোন দিনও শোধ করতে পারবো না। তবুও, রামগঞ্জের শহীদ পরিবারগণ এর দায়িত্ব আজ থেকে আমাদের পুরো রামগঞ্জ বাসীর। আমরা সকল রামগঞ্জবাসী আপনাদের সবার আপনজন হিসেবে আপনাদের যেকোন প্রয়োজনে পাশে থাকবো ইনশাআল্লাহ। জুলাই শহীদ পরিবারের সম্মাননার পাশাপাশি অনুষ্ঠানে ২০২৪ এর ভয়াবহ বন্যা চলাকালীন সময়ে মানুষের পাশে দাঁড়ানো স্বেচ্ছাসেবক সংগঠনগুলোকে ক্রেস্ট প্রদান করা হয় এবং সকল স্বেচ্ছাসেবীকে স্বীকৃতি প্রদান স্বরূপ সার্টিফিকেট প্রদান করা হয়।রামগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একটি ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার মাধ্যমে প্রায় ৫ শতাধিক শিক্ষার্থীকে এই মহতী অনুষ্ঠানের অতিথি হিসেবে আমন্ত্রন জানানো হয় এবং তাদের মধ্য থেকে ২০ জনকে বৃত্তি প্রদান করে স্মার্ট ফাউন্ডেশন।

দৈনিক আজকের প্রভাত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।