রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫, ৫ মাঘ, ১৪৩১

শিশুদের জন্য একটি সুন্দর ও নিরাপদ ভবিষ্যত গাড়তে হবে: উপদেষ্টা শারমীন এস মুরশিদ  

Omar Faruk
অক্টোবর ২৩, ২০২৪ ৮:২৮ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা,২৩ অক্টোবর ২০২৪:

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, প্রতিটি শিশুর বিকাশ ও সামগ্রিক উন্নয়নে সবাই মিলে আজকের শিশুদের জন্য একটি সুন্দর ও নিরাপদ ভবিষ্যত গাড়তে হবে । তিনি প্রতিটি শিশুর সুষ্ঠু বিকাশ, সুরক্ষার জন্য  সমাজ, প্রতিষ্ঠান ও অভিভাবকসহ সকলের দায়িত্বের উপর গুরুত্বারোপ করেন।

তিনি আজ ঢাকায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে ‘প্রতিটি শিশুর অধিকার রক্ষা আমাদের অঙ্গীকার ‘ এই প্রতিপাদ্যের এবারের বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৪ এর সমাপনি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা.মাখদুমা নার্গিস এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজ সেবা অধিদপ্তরের মহাপরিচালক ড.আবু সালেহ মোস্তফা কামাল, বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল আলম এবং অনুষ্ঠান উদযাপন কমিটির চেয়ারম্যান মাজেদা শওকত আলী প্রমুখ।

উপদেষ্টা বলেন, শিশুদের জন্য একটি অংশগ্রহণমূলক পরিবেশ তৈরি করতে হবে । যেখানে তাদের মতামতকে সম্মান জানানো হবে এবং নীতিনির্ধারণে তা যথাযথভাবে বিবেচনা করা হবে । তিনি আরো বলেন প্রতিটি শিশুর বিকাশ ও মৌলিক অধিকার নিশ্চিতে আইন ও নীতির জায়গায় আমরা কীভাবে সহযোগিতা করতে পারি, সেসব পরিকল্পনা নেওয়া যেতে পারে বলে তিনি উল্লেখ করেন।

পরে তিনি সপ্তাহব্যাপী বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে চিত্রাঙ্কন ও খেলাধুলা প্রতিযোগিতায় ২৪ জন শিশুকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন।

এর আগে উপদেষ্টা বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ কনফারেন্স রুমে এ প্রতিষ্ঠানের গৃহীত শিশু হাসপাতালে অসহায়, দু:স্থ প্রতিবন্ধী শিশুদের পুষ্টি, চিকিৎসা ও পরিচর্যার উপর বৃহত্তর কর্মযজ্ঞের একটি প্রেজেনটেশন দেখেন।

দৈনিক আজকের প্রভাত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।