রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ২ চৈত্র, ১৪৩১
আজকের সর্বশেষ সবখবর

শিশু আছিয়ার মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার শোক

Omar Faruk
মার্চ ১৩, ২০২৫ ৫:১২ অপরাহ্ণ
Link Copied!

ঢাকাঃ বৃহস্পতিবার, ২৮ ফাল্গুন (১৩ মার্চ)

নির্যাতনের শিকার শিশু আছিয়া খাতুনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন মাগুরায় নির্যাতিত শিশু আছিয়া আজ দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

শোক বার্তায় উপদেষ্টা বলেন, নির্যাতনের ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে এবং তাদের কঠোর শাস্তির আওতায় আনা হবে।

উপদেষ্টা আরো বলেন, “পরিবার, সমাজ এবং শিক্ষাপ্রতিষ্ঠানকে নারীর প্রতি সহিংসতা রোধে কাজ করে যেতে হবে। ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ এবং সামাজিক দায়িত্ববোধ বৃদ্ধি করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের নৃশংসতা আর না ঘটে।”

উপদেষ্টা- শিশু আছিয়ার বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

দৈনিক আজকের প্রভাত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।