বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ, ১৪৩১

ষড়যন্ত্র চলছে : এ্যানি

admin
নভেম্বর ১০, ২০২৪ ৩:৩৫ অপরাহ্ণ
Link Copied!

আজকের প্রভাত ডেস্ক:
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান- বাইরের দেশে বসে ভিডিও বার্তা দিচ্ছে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, সেই অপশক্তি যদি ছোবল মারে থাবা মারে তাহলে গণতন্ত্রের ভিত নষ্ট হয়ে যেতে পারে। আপনার নির্বাচন কমিশন সংস্কারের কাজ হাতে নিয়েছেন এ সংস্কার কাজে নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি এ তিনমাসের বেশি লাগার কথা নয়। সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করার আহ্বান জানান এ্যানি।
জেলা বিএনপির আয়োজনে শনিবার বিকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
এ্যানি বলেন, জনগণের চেতনা ও সেন্টিমেন্টকে ধারণ করতে হবে। কারণ জনগণ মনে করছে এখনি এ দেশে একটা নির্বাচন প্রয়োজন। যদি এ দেশে খুব অল্প ও যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন না হয় তাহলে ওই ষড়যন্ত্র যেকোনো সময় আমাদের উপর আবার আঘাত হানতে পারে। তাহলে দেশের মানুষের আরেকটি বড় বিপদ কঠিন বিপদ হয়ে যেতে পারে। সংস্কার করতে বেশি সময় না নেওয়ার দাবি জানান তিনি।
সভায় আরও বক্তব্য রাখেন- খালেদা জিয়ার উপদেষ্টা ও লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভুঁইয়া, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, বিএনপি নেতা মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, সদস্য সচিব আব্দুল আলীম হুমায়ুন, যুগ্ম আহ্বায়ক রশিদুল হাসান লিঙ্কন, জেলা সেবকদলের সভাপতি মহসিন কবির স্বপন, সাধারণ সম্পাদক হারুন রশিদ, জেলা কৃষকদলের সভাপতি মাহবুবুর রহমান মামুন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহীম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
পরে পৌর শহরে অবস্থিত এ্যানির বাসভবন থেকে এক বিশাল র‌্যালি বিভিন্ন স্লোগান মুখরিত হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

দৈনিক আজকের প্রভাত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।