রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ২ চৈত্র, ১৪৩১
আজকের সর্বশেষ সবখবর

সচিবালয়ে কড়াকড়ি

admin
ডিসেম্বর ২৬, ২০২৪ ১২:২৯ অপরাহ্ণ
Link Copied!

আজকের প্রভাত ডেস্ক
আগুন লাগার ঘটনায় সচিবালয়ে প্রবেশে ব্যাপক কড়াকড়ি আরোপ করা হয়েছে। সেখানে প্রবেশে নিরাপত্তা নিশ্চিতে ব্যাপক সতর্কতা অবলম্বন করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের এখন পর্যন্ত প্রবেশ করতে দেয়নি। তারা এখন সচিবালয়ের সামনে অবস্থান করছেন।
এদিকে আগুন লাগার ঘটনায় উচ্চপর্যায়ে তদন্ত কমিটি হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের সচিবকে এ তদন্ত কমিটি করার নির্দেশ দেয়া হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকবেন এ কমিটিতে।
বৃহস্পতিবার সকাল ৯টায় স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিফিংয়ে এসব কথা বলেন।

দৈনিক আজকের প্রভাত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।