বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ, ১৪৩১

সচিবালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, আটক ৫০

admin
অক্টোবর ২৩, ২০২৪ ৬:২১ অপরাহ্ণ
Link Copied!

আজকের প্রভাত ডেস্ক: 

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনরায় মূল্যায়নের দাবিতে সচিবালয়ে প্রবেশ করে বিক্ষোভ করা শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এই ঘটনায় প্রায় ৫০ জনকে আটক করার কথা জানিয়েছে পুলিশ। বিক্ষোভের সময় সচিবালয়ের কর্মকর্তা ও আগত অতিথিরা দীর্ঘ সময় ধরে ভেতরে প্রবেশে বাধাগ্রস্ত হন। পরে সেখানে দায়িত্বপালনরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রথমে বিক্ষোভকারীদের সরে যাওয়ার অনুরোধ করেন। কিন্তু তারা সরে না যাওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেন।

বুধবার দুপুর ২টা ৫০ মিনিটের দিকে শিক্ষার্থীরা সচিবালয়ে ঢুকে পড়েন। এর আগে পুলিশি বাধা উপেক্ষা করে সচিবালয় ঢুকে পড়েছিলেন ফল বাতিলের দাবি করা এবারের এইচএসসি পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীরা। পরে তাদের বের করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। এরপর শিক্ষার্থীরা যে যার মতো পালিয়ে যান। পরে তারা ৬ নম্বর ভবনের সামনে অবস্থান নেন। তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘিরে রাখে।

এ সময় শিক্ষার্থীরা আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই; উই ওয়ান্ট জাস্টিস; মুগ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই; তুমি কে আমি কে ছাত্র-ছাত্র; আপস না সংগ্রাম, সংগ্রাম-সংগ্রাম ইত্যাদি স্লোগান দিতে থাকেন। এ বিষয়ে জানতে চাইলে শিক্ষার্থীরা বলেন, আমরা সমতার ভিত্তিতে ফলাফল চাই। শিক্ষা বোর্ড থেকে কাউকে ভালো ফল দেয়া হয়েছে আর কাউকে খারাপ। অথচ আমরা ভালো লিখেছি। আমরা চাই দ্রুত সময়ে এই ফল বাতিল করে বঞ্চিতদের পুনরায় মূল্যায়ন করা হোক। এটাই আমাদের দাবি।

দৈনিক আজকের প্রভাত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।