বিআরটিএর মোবাইল কোর্ট অভিযানে জরিমানা আদায় ও ২০ জনকে জেল।
ঢাকা, খুলনা ও রাজশাহী মহানগরে গত এক সপ্তাহে ৪৬টি স্পটে বিআরটিএর মোবাইল কোর্ট অভিযানে ২১০টি মামলায় ৪ লাখ ২৮ হাজার ৪০০ শত টাকা জরিমানা আদায়, একই সাথে দালাল বিরোধী অভিযানে ২০ জনকে কারাদণ্ড ও ৩টি গাড়ি ডাম্পিং স্টেশনে প্রেরণ করেন।
দুর্ঘটনা রোধ ও সড়কে শৃঙ্খলা আনতে তিনটি বিভাগের অভিযান চলমান রেখেছে পরিবহন নিয়ন্ত্রক সংস্থা-বিআরটিএ। রোববার (০৭ নভেম্বর) দিনভর এ অভিযান চলে। যা চলমান থাকবে।
সড়কে শৃঙ্খলা ফেরাতে ও সড়ক দুর্ঘটনা এড়াতে এই অভিযানের সিদ্ধান্ত নেয় বিআরটিএ। ১৭ নভেম্বর সকাল থেকে দিনভর বিআরটিএর টিম ঢাকা, খুলনা ও রাজশাহী বিভাগীয় মহানগরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট বসিয়ে অভিযান পরিচালনা করেন।
বিআরটিএ বলছে, সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে শৃঙ্খলা জোরদার করার লক্ষ্যে অবৈধ নসিমন, করিমন, থ্রি হুইলার, রুটভায়োলশন, হাইড্রোলিক হণ, অতিরিক্ত ভাড়া আদায়, ফিটনেসবিহীন মোটরযান, লাইসেন্সবিহীন মোটরসাইকেল ও দ্রুত গতির বিরুদ্ধে কাজ করছে ভ্রাম্যমাণ আদালত বিআরটিএ।
বিআরটিএর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটসহ তিনটি বিভাগের মহানগরের আঞ্চলিক সড়ক ও জাতীয় মহাসড়কে অতিরিক্ত গতির কারণে মোবাইল কোর্ট পরিচালনায় ২১০টি মামলা দায়ের করে। একই অপরাধে মহানগরের ৪৬টি স্পষ্টে ৪ লাখ ২৮ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ছাড়া ৩টি গাড়িকে ডাম্পিং স্টেশনে পাঠানো হয়। এক-ই সাথে দালালদের অপরাধ বিরোধী অভিযানে বিশজন দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন, বিআরটিএর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।